বীমা সুবিধার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
1 min read

বীমা সুবিধার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীমা বিষয়ে সচেতনতা বাড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বীমা সুবিধাগুলোর বিষয়ে প্রচারণা বাড়াতে হবে।

শুক্রবার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রধানমন্ত্রী বলেন, বীমা করলে মানুষ কী সুবিধা পাবেন সে বিষয়ে সচেতন করতে হবে। বীমার সুবিধার বিষয়ে মানুষ এখনো সচেতন নয়।

প্রধানমন্ত্রী ব্যাংকাস্যুরেন্স উদ্বোধনের বিষয়ে বলেন, ব্যাংকের মাধ্যমে বীমা করলে মানুষের জন্য সহজ হবে; মানুষের জন্য বীমা করা সহজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক ব্যবসায়ী আছেন তারা যখন মালপত্র বিদেশ থেকে আনেন তখন বীমা করতে চান না। অথচ একটা এক্সিডেন্ট হলে মাথায় হাত দিয়ে বসতে হয়। কিন্তু সামান্য প্রিমিয়াম দিয়ে বীমা করলে এই সমস্যা দেখা দেয় না। অনেকের এই মানসিকতা নেই। তাই আপনাদের ওপর নির্ভর করবে কীভাবে মানুষের মাঝে এ বিষয়টি তুলে ধরে তাদের সচেতন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *