
বেঙ্গল ইসলামি লাইফের বর্ষ সমাপনী উন্নয়ন সভা চকরিয়ায়

বুধবার (১২ ডিসেম্বর) চকরিয়ার সাম্পান রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কক্সবাজার সার্ভিস পয়েন্টের আয়োজনে বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সার্ভিস পয়েন্টের ইনচার্জ এবং সহকারী প্রকল্প প্রধান মো. ইমরুল শাহেদ সাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও সার্ভিস পয়েন্ট অফিসের ইনচার্জবৃন্দ।
অনুষ্ঠানে বাছাইকৃত ৮৫ জন উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম উন্নয়ন কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিসেম্বর-২০২৩ বিজনেস ক্লোজিং সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে টার্গেট অর্জনে পরামর্শমূলক বক্তব্য রাখেন।