বেঙ্গল ইসলামি লাইফ এবং মিলভিকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিশ্বব্যাপী ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীস্থ মিলভিকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং মিলভিকের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও কম্বোডিয়া) মি. ড্যামিয়েন গুয়েরোল্ট (Damien Gueroult) স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তি মোতাবেক বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সকল স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ ২৪/৭ টেলিফোনে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ এবং পরামর্শ গ্রহণ এবং বাংলাদেশ জুড়ে ৬৪টি জেলায় মিলভিকের অংশীদার হাসপাতাল ও ল্যাবে মূল্যছাড়সহ ব্যাপক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, করপোরেট বিজনেস বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম রানা এবং দাবি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন।
এছাড়াও মিলভিক বাংলাদেশের কান্ট্রি লিড (সার্ভিস অপ.) মো. হুমায়ূন কবির হিমেল, অপারেশনস্ ম্যানেজার মোহাম্মদ ইশহাক, কান্ট্রি লিড (মার্কেটিং ও স্ট্র্যাটেজিক পার্টনারশীপ) শেহরীন কামাল এবং সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলাম প্রমুখ।