ব্যাংকাস্যুরেন্স চুক্তির অনুমোদনে ৭ ধরণের তথ্য দিতে হবে আইডিআরএ’কে
1 min read

ব্যাংকাস্যুরেন্স চুক্তির অনুমোদনে ৭ ধরণের তথ্য দিতে হবে আইডিআরএ’কে

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্যাংকের সাথে চুক্তি সম্পাদনের অনুমোদন পেতে লাইফ বীমা কোম্পানিগুলোর ৭ ধরণের তথ্য দিতে হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে।

বুধবার (১৩ মার্চ) সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানিকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

করপোরেট এজেন্ট (ব্যাংকাস্যুরেন্স) নির্দেশিকা, ২০২৩ এর ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যাংকাস্যুরেন্স চুক্তি সম্পাদনের অনুমোদনের আবেদনে এসব তথ্য দাখিল করতে হবে।

আইডিআরএ’কে যেসব তথ্য দিতে হবে-

বীমা দাবি নিষ্পত্তির হার; অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ ও প্রকৃত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ; মোট সম্পদের কত শতাংশ বিনিয়োগ রয়েছে এবং কত শতাংশ তারল্যে রূপান্তর করা যাবে; কোম্পানির বিনিয়োগ রিটার্নের হার; লাইফ ফান্ডের পরিমাণ; নবায়ন হার এবং ব্যাংকাস্যুরেন্স চুক্তির খসড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *