যমুনা লাইফের সাথে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের গ্রুপ বীমা চুক্তি
রোববার (১৯ মে)
যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়। এই চুক্তির আওতায় স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খানের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার এবং কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ আলমগির হোসাইন ভুঁইয়া।
চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার এস এম আলি হোসাইন, পরিচালক (অর্থ ও হিসাব) শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মো. ওয়ালিদ হাসান মুকুট।
আরো উপস্থিত ছিলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রুপ বীমা বিভাগের ইনচার্জ মো. হারুনুর রশিদ এবং সিএফও মোজাম্মেল হক সারমান।