1 min read

যুক্তরাজ্যে ১.১ বিলিয়ন পাউন্ড বীমা জালিয়াতি

 

যুক্তরাজ্যে প্রতারণামূলক বীমা দাবির সংখ্যা কমলেও এসব ঘটনায় কোম্পানিগুলোর লোকসানের পরিমাণ বেড়েছে- এমনটাই জানিয়েছে দেশটির বীমা মালিকদের সংগঠন এসোসিয়েশন অব ব্রিটিশ ইন্স্যুরার্স (এবিআই) ।

সংস্থাটি বলছে, ২০২২ সালে যুক্তরাজ্যে বীমা জালিয়াতির ঘটনা ১৮.৪৩ শতাংশ কমেছে। তবে এসব ঘটনায় জড়িত অর্থের পরিমাণ আগের বছরের চেয়েছে ২২.১২ শতাংশ বেড়েছে।

তবে সামগ্রিকভাবে বীমা দাবি জালিয়াতির মোট খরচ উভয় বছরে প্রায় একই রয়েছে, ১.১ বিলিয়ন পাউন্ড স্টার্লিং। স্থানীয় সংবাদমাধ্যমে কভার ম্যাগাজিন এ তথ্য প্রকাশ করেছে।

এবিআই’র তথ্য মতে, ২০২২ সালে যুক্তরাজ্যে ৭২ হাজার ৬শ’টি বীমা জালিয়াতির ঘটনা ঘটেছে। যা ২০২১ সালে ছিল ৮৯ হাজার। সে হিসাবে গেলো বছর দেশটিতে প্রতারণামূলকভাবে বীমা দাবি উত্থাপনের সংখ্যা কমেছে ১৬ হাজার ৪শ’ বা ১৮.৪৩ শতাংশ।

অপরদিকে ২০২২ সালে সংঘটিত প্রতিটি প্রতারণামূলকভাবে বীমা দাবির গড় আর্থিক মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার পাউন্ড স্টার্লিং বা যুক্তরাজ্য পাউন্ড। যা আগের বছর ২০২১ সালে ছিল গড়ে ১২ হাজার ২৮৩ পাউন্ড স্টার্লিং বা যুক্তরাজ্য পাউন্ড।

এই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশটিতে প্রতারণামূলকভাবে উত্থাপিত প্রতিটি বীমা দাবির আর্থিক মূল্য ২ হাজার ৭১৭ পাউন্ড স্টার্লিং বা ২২.১২ শতাংশ বেড়েছে।

সুযোগসন্ধানী জালিয়াতির সংখ্যা ১৮ শতাংশ কমে ৬৩ হাজার মামলা হয়েছে, প্রতারণামূলক ব্যক্তিগত আঘাতের দাবির পরিমাণ ২০ শতাংশ হ্রাস পেয়েছে। এবিআই বলছে, এটি মূলত অফিসিয়াল ইনজুরি ক্লেইম (ওআইসি) পোর্টালের কারণে ছোট ব্যক্তিগত আঘাতের দাবির সামগ্রিক সংখ্যা হ্রাস করে।

এদিকে লন্ডন পুলিশের ইন্স্যুরেন্স ফ্রড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (আইএফইডি) ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের এপ্রিলের মধ্যে সুবিধাবাদী জালিয়াতির ক্ষেত্রে ৬১ শতাংশ বৃদ্ধির বিস্তারিত বিবরণ দিয়েছে, যদিও এই মামলাগুলোর মধ্যে মাত্র ৪.৫ শতাংশ জীবন বীমা সংক্রান্ত জালিয়াতি।

বীমা জালিয়াতির মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মোটর বীমায়, ৪২ হাজার ৫শ’টি। যা সর্বমোট বীমা দাবি জালিয়াতির ৫৯ শতাংশ। সামগ্রিকভাবে, শিল্পে বীমা দাবি জালিয়াতির মোট খরচ উভয় বছরে প্রায় একই রয়েছে, ১.১ বিলিয়ন পাউন্ড স্টার্লিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *