র্যালি দিয়ে শুরু জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন
শনিবার (১২ অক্টোবর) বেলা ২টায় বর্ণাঢ্য আয়োজনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন-২০২৪ শুরু হয়েছে। কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে র্যালীর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। কক্সবাজারের হোটেল সী প্যালেসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। কোম্পানির এসভিপি (উন্নয়ন প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন দুই সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম ও সৈয়দ মাসকুরুল হক।
বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে রয়েছে উন্নয়ন কর্মকর্তা ও কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। এরপরে অনুষ্ঠিত হবে জেনিথ ইসলামী লাইফের ডকুমেন্টারি প্রদর্শন এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান।সবশেষ থাকবে র্যাফেল ড্রসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেনিথ ইসলামী লাইফের শরীয়াহ বোর্ড ও সেন্ট্রাল শরীয়াহ চেয়ারম্যান, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক প্রফেসর মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী।
বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান কাজী মো. মোরতুজা আলী-এসিআইআই।
এ ছাড়াও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান কাজী ওয়ালী উদ্দীন ফয়সাল, বিজ্ঞ আইনজীবি ও শরীয়াহ বোর্ড সদস্য সাইয়্যিদ জারীর জাফরী এবং অ্যাকচুয়ারি বাংলাদেশ লিমিটেডের সিইও আহমেদ ইমরান লস্কর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বার্ষিক সম্মেলনে সারাদেশ থেকে বাছাইকৃত কোম্পানির ৮ শতাধিক ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান উপস্থিত রয়েছেন।
সম্মেলনে গ্রাহকদের মৃত্যুদাবি, মেয়াদোত্তর ও স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর, কর্মকর্তা-কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে ল্যাপটপ, মোবাইল ফোন, বিমান টিকেটসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।