
সন্ধানী লাইফ অর্জন করলো আইসিএমএবি বেস্ট করপোরেট ব্রোঞ্জ অ্যাওয়ার্ড

৭ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ব্রোঞ্জ অর্জন করেছে।
কোম্পানির মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপি এর নিকট থেকে সম্মানসূচক অ্যাওর্য়াড গ্রহন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বানিজ্য মন্ত্রণালয়, প্রফেসর শিবলী রুবায়াত- উল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনষ্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন সন্ধানী লাইফের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।