1 min read
সাড়ে ১১ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পলিসি গ্রাহক জাকির আল মাসুদের মৃত্যুদাবির ১১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টারে বীমা পলিসির নমিনী ও গ্রাহকের স্ত্রী জোসনা বেগমের নিকট এই চেক হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
কোম্পানির এএমডি ও অফিস ইনচার্জ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি আব্দুল কাদের, ডিএমডি প্রফেসর আবুল কাশেম ও হাবিবুর রহমান, এএমডি আমিনুল হক ভূইঁয়া, জিএম মো. আবদুল কাদের, সুলতানা বেগম, ও আকতারুজ্জামান।