সাড়ে ১৯ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল আস্থা লাইফ
1 min read

সাড়ে ১৯ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল আস্থা লাইফ

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মৃত্যুবীমা দাবির ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক কোম্পানির প্রধান কার্যালয়ে পরিশোধ করেছে। গ্রাহকদের নমিনীর হাতে বীমা দাবির চেকগুলো তুলে দেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) ।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক/কোম্পানির প্রতিনিধি ও আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট গ্রাহকের নমিনীগণ অতি স্বল্প সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে বীমা দাবি পরিশোধের চেক গ্রহণ করায় আস্থা লাইফের প্রতি পূর্ণ সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার স্মার্ট জীবন বীমা কোম্পানির রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *