সানলাইফের বকেয়া দাবি পরিশোধে নতুন পরিচালকদের প্রতি আহবান সাবেক পরিচালকদের
1 min read

সানলাইফের বকেয়া দাবি পরিশোধে নতুন পরিচালকদের প্রতি আহবান সাবেক পরিচালকদের

মঙ্গলবার (২৭ আগস্ট) গ্রাহকদের বকেয়া বীমা দাবি দ্রুত পরিশোধ করার জন্য সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন পরিচালকদের প্রতি আহবান জানিয়েছেন কোম্পানিটির সাবেক পরিচালনা পর্ষদের সদস্যরা। গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা এ আহবান জানান।

একইসঙ্গে বীমা গ্রাহকদের দেনা-পাওনা বুঝে নেয়ার জন্য কোম্পানির বর্তমান বোর্ডের সাথে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে। সানলাইফের সাবেক পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের পক্ষে আইনগত এই বিজ্ঞপ্তি জারি করেছেন আইনজীবী ড. কাজী আকতার হামিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর ২০২৩ তারিখে সানলাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালনা পর্ষদের সকল সদস্য ও স্পন্সর শেয়ার হোল্ডারগণ তাদের সকল শেয়ারসহ কোম্পানির সকল সম্পত্তি, দায়-দেনা ও দায়-দায়িত্ব সফলভাবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সহযোগিদের কাছে একটি আইনগত চুক্তির মাধ্যমে হস্তান্তর করেছে, যা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সকল অনুমোদনসহ সম্পন্ন হয়েছে।

২০২৩ সালর ৩ ডিসেম্বর প্রথম আলো পত্রিকার মাধ্যমে সর্বসাধারণকে এ অনুমোদন অবহিত করা হয়েছে এবং এই হস্তান্তরটি বর্তমান গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের লক্ষে করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন ওয়াফি শফিক মেনাজ খান এবং কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন মোহাম্মদ সাজ্জাদুল করিম।

নতুন পরিচালনা পর্ষদের সদস্যগণ হচ্ছেন- মো. রফিকুল ইসলাম, সৈয়দ আলীউল আহাব, মো. ওলিউল্লাহ খান, মো. তানভীর ইয়াজদানী, রুবাইয়াত আহমেদ, মোহাম্মদ সোহরাব হোসেন এবং কাজী আহমেদ সাবিহুজ্জামান।

এতে বলা হয়, শেয়ার হস্তান্তর চুক্তির ধারা অনুযায়ী কোম্পানির অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত বীমা দাবি পরিশোধ এবং সম্পত্তির দায়িত্ব সানলাইফের নতুন শেয়ার হোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত হয়েছে, যা পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনগত বাধ্য। সানলাইফের প্রাক্তন বোর্ডের এই বীমা দাবি পরিশোধের ব্যাপারে বর্তমানে কোন কিছু করণীয় নাই।

এই হস্তান্তরের প্রায় ১০ মাস পরেও অনেক গ্রাহকের বীমা দাবি এখনো পরিশোধিত হয়নি বা অকারণে বিলম্বিত হচ্ছে। সানলাইফের নতুন পরিচালনা বোর্ড ও সংশ্লিষ্ট সকলকে দ্রুততার সাথে বীমা গ্রাহকেদের সকল বকেয়া দাবির নিষ্পত্তির জন্য আহবান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের বর্তমান বোর্ডের সাথে যোগাযোগ করে তাদের দেনা-পাওনাদি বুঝে নেয়ার জন্য অনুরোধ করা হলো। সানলাইফের স্থানান্তরিত বর্তমান প্রধান কার্যালয়ের ঠিকানা- ৫৩, নাফি টাওয়ার, ৯-১০ তলা, গুলশান-১, ঢাকা-১২১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *