সেরা মোবাইল অ্যাপের স্বীকৃতি মেটলাইফ 360Health অ্যাপ
শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রকাশনা ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডস-এ সেরা মোবাইল অ্যাপের স্বীকৃতি পেয়েছে মেটলাইফ বাংলাদেশের 360Health অ্যাপ। দেশের মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবেলায় অবদান রাখায় 360Health অ্যাপটি এই স্বীকৃতি অর্জন করেছে। দেশজুড়ে ৭.৫ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্য সুরক্ষার অংশীদার হতে পেরে মেটলাইফ গর্বিত।
এখন ট্যাক্স রিবেটের জন্য প্রিমিয়াম সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন অনলাইনেই। মেটলাইফ 360হেলথ অ্যাপ এর ‘মাই পলিসি’ তে লগ ইন করে খুব সহজেই প্রিমিয়াম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে প্রিমিয়াম সার্টিফিকেট কালেক্ট করুন –
• 360হেলথ অ্যাপে রেজিস্ট্রেশন সার্ভিস মেনু থেকে “মাই পলিসি” তে ক্লিক করুন
• আপনার পলিসি নম্বর এবং জন্ম সাল উল্লেখ করে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
• আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রেরণকৃত OTP নম্বর টি “Enter OTP” বক্সে লিখে সাবমিট বাটন ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার প্রিমিয়াম সার্টিফিকেট, যেটি ডাউনলোড করে আপনি প্রিন্টও করতে পারবেন।
মেটলাইফ 360Health, আপনার স্বাস্থ্য সুরক্ষায় আজও কালও।