সৌদিতে বীমা পণ্য বিক্রয়ে দেশিয় নাগরিকদের নিয়োগে বাধ্যবাধকতা আরোপ
1 min read

সৌদিতে বীমা পণ্য বিক্রয়ে দেশিয় নাগরিকদের নিয়োগে বাধ্যবাধকতা আরোপ

সৌদি আরবের সব বীমা কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি পদে দেশিয় নাগরিকদের নিয়োগের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার।

গত সোমবার (১৫ এপ্রিল) থেকে নির্ধারিত হারে এই নিয়োগের বাধ্যবাধকতা কার্যকর করা হয়েছে।

সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বীমা খাতে অর্থনৈতিক কার্যকলাপ বাড়ানো এবং বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে এমন উদ্যোগ নিয়েছে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ সৌদি আরব।

স্থানীয়করণের এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি যৌথভাবে তদারক করবে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইএ।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে বীমা কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধি পদে নির্ধারিত হারে দেশিয় নাগরিকদের নিয়োগের বিষয়ে একটি নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২৪ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার কথা ছিল। সৌদি সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়। (সূত্র: এআইআর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *