“হাফ ইয়ারলি বিজনেস রিভিউ কনফারেন্স এন্ড এক্সিকিউটিভ মিটিং-২০২২”
আলহামদুলিল্লাহ, অদ্য ০৩-০৭-২০২২ ইং রোজ রবিবার আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ২০২২ সালের প্রথম “অর্ধ বার্ষিকী ব্যবসা সমাপনী” সম্পন্ন করল। প্রথম অর্ধ বার্ষিকী শেষে প্রায় ৬০ (ষাট) কোটি টাকার প্রিমিয়াম সংগৃহীত হয়েছে, যা অতীতের সকল অর্ধ বার্ষিকীর রেকর্ডকে অতিক্রম করেছে। এ উপলক্ষে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এক “হাফ ইয়ারলি বিজনেস রিভিউ কনফারেন্স এন্ড এক্সিকিউটিভ মিটিং-২০২২” অনুষ্ঠিত হয়। জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরে আলম ছিদ্দিকী, অভি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডিএমডি (অপারশেন)। বিশেষ আকর্ষণ হিসাবে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় চেয়ারম্যান জনাব আলমগীর শামসুল আলামীন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন। তিনি “হাফ ইয়ারলি বিজনেস রিভিউ কনফারেন্স এন্ড এক্সিকিউটিভ মিটিং-২০২২” এ আগত সকল লিডারগণকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সেই সাথে অর্ধ বার্ষিকী শেষে প্রায় ৬০ (ষাট) কোটি টাকার ব্যবসায়ীক মাইলফলক অর্জনের জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। উক্ত সম্মেলনে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর সারা বাংলাদেশের লিডারগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব নুরে আলম ছিদ্দিকী, অভি বলেন, আজ আমি সত্যিই আনন্দিত যে, আপনারা সকল প্রতিবন্ধকতা, নিন্দুকের নিন্দা এবং হিংসুকের হিংসাকে উপেক্ষা করে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর সাথে সফল লিডার হিসাবে কাজ করে যাচ্ছেন। যার ফলস্বরূপ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে; রেকর্ড পরিমাণ প্রায় ৬০ (ষাট) কোটি টাকার ব্যবসা অর্জন করেছেন। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিবাদন জ্ঞাপন করছি। আজকের এই অর্জন এটাই প্রমাণ করে যে, আপনারা যেকোন পরিস্থিতিতে, সর্বাবস্থায় আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর পাশে থাকবেন, ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করে থাকবেন যে, গত কিছুদিন যাবৎ একটি স্বার্থান্বেষী মহল আমাদের সম্পর্কে কুৎসা রটনা করে যাচ্ছে। আপনারা তাদের কুৎসাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর রেকর্ড পরিমাণ ব্যবসা অর্জনে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। আমি এটাও বিশ্বাস করি এই অর্জন দেখে সেই মহলটি আবারো মিথ্যা প্রচারে ব্যস্ত হবে। আপনারা তাদের মিথ্যাকে কর্মস্পৃহা হিসাবে গ্রহণ করে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কে দেশের নাম্বার-১ কোম্পানী হিসাবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে মনযোগী হউন। উক্ত কনফারেন্সে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রত্যেক লিডারের নিকট থেকে স্ব স্ব অভিমত গ্রহণ করেন এবং প্রত্যেককে গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, জুন-২০২২ পর্যন্ত কোম্পানীর লাইফ ফান্ড ৫২ (বায়ান্ন) কোটি টাকায় উন্নিত হয়েছে এবং ২০২২ ইং সালের মধ্যে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর লাইফ ফান্ড ১২০ (একশত বিশ) কোটিতে পৌঁছাবে, ইনশাআল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে ২০২২ইং সালের আগষ্ট মাসের মধ্যে ১০০ (একশত) কোটি এবং বর্ষ সমাপনীতে ২০০ (দুইশত) কোটি টাকার ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।