
৪৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ

২০ ডিসেম্বর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী নরসিংদীতে ৪৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে।
নরসিংদীর ড্রীম হলিডে পার্কে বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে উক্ত টাকার বীমা দাবী পরিশোধ করা হয়।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, এসইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, এসভিপি মনির আহমদ, ভিপি মোঃ মফিজুল ইসলাম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ভিপি জি এম হেলাল উদ্দিন, ভিপি হেলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী এরিয়ার প্রায় ৭ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, বেসরকারী খাতের প্রথম জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সময়মত বীমা দাবী পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকি, এজন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। যার ফলশ্রুতিতে ন্যাশনাল লাইফের ব্যবসা বাড়ছে।