৪ ক্যাটেগরিতে গ্রীন ডেল্টার পদক ৪র্থ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড
1 min read

৪ ক্যাটেগরিতে গ্রীন ডেল্টার পদক ৪র্থ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড

২৩ নভেম্বর ভারতের মুম্বাইয়ের আয়োজিত এক অনুষ্ঠানে ৪র্থ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড- ২০২৩ এর ৪টি ক্যাটেগরিতে পদক অর্জন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং হেড অব আইটি সুবাশিষ বড়ুয়া এসব পদক গ্রহণ করেন।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি যেসব ক্যাটেগরিতে পদক অর্জন করেছে সেগুলো হলো, বেস্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি- বাংলাদেশ; বেস্ট মাইক্রো ইন্স্যুরার- বাংলাদেশ; বেস্ট প্র্যাক্টিসেস ইন ক্রপ ইন্স্যুরেন্স- বাংলাদেশ এবং বেস্ট কাস্টমার ওরিয়েন্টেড কোম্পানি- বাংলাদেশ।

ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করেছে। অনুষ্ঠানটির কো-স্পন্সর ছিল বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *