৫ পদে জনবল নেবে স্বদেশ ইসলামী লাইফ
1 min read

৫ পদে জনবল নেবে স্বদেশ ইসলামী লাইফ

মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ ৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

স্বদেশ ইসলামী লাইফের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে একজন, কম্পিউটার অপারেটর পদে দু’জন এবং কল সেন্টার অপারেটর (মহিলা) পদে দু’জনকে নিয়োগ দেয়া হবে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সের বিষয়ে বীমা আইন ২০১০ ও বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা ২০১২ অনুসরণ করতে হবে।

যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

কম্পিউটার অপারেটর পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা স্নাতক। বাংলা, ইংরেজি টাইপে ও ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইন কাজের অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

কল সেন্টার অপারেটর (মহিলা) পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর। ৫ থেকে ৭ বছর কোন লাইফ বীমা কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর চাওয়া হয়েছে।

সবগুলো পদের কর্মস্থল হবে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে। আর বেতন-বাতা নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে। এক্ষেত্রে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচনা করা হবে।

কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই যেকোন সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন অথবা পরিমার্জন করার ক্ষমতা সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে কোম্পানিটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *