1 min read
মাত্র ৭ কর্ম দিবসে মৃত্যু দাবীর চেক প্রদান
সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স, মৃত্যু দাবী পরিশোধ এখন সময়ের দাবী, প্রবাদ আছে বীমা ক্ষেত্রে মানুষের জুতার তলা ক্ষয় হয়ে যায় সেখানে আলফা কোম্পানি তাদের গ্রাহকের মৃত্যু দাবী ৭ দিনের মধ্যেই দিয়ে দেয় , ৭ কর্ম দিবসে মরহুমা চায়না বেগমের মৃত্যু দাবী তার মেয়ে নমীনী মোছাঃ নাজমিন আক্তার পক্ষ থেকে তার বাবা নজরুল ইসলাম কে ২ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান। মাসিক ১,৫০০ টাকা মাসিক DPS করে ১৩ মাস মোট প্রিমিয়াম ১৯,৫০০ টাকা জমা দেওয়ার পর গ্রাহক মৃত্যুবরণ করে।
কাগজ পত্র জমা দেওয়ার ৭ কর্ম দিবসে মধ্য চেক প্রদান করে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। হরিখালী ব্রাঞ্চ অফিস সোনাতলা,বগুড়া।