1 min read
নৌ বীমা Marine Insurance কি
নৌ বিমা(Marine insurance) কাকে বলে?
নৌ- পথে চলাচলকারী জাহাজ, জাহাজের পণ্য, জাহাজ ভাড়া সংক্রান্ত ঝুকির বিপক্ষে যে বিমাচুক্তি করা হয় তাকে নৌ বিমা বলা হয়। নৌ-বিমার মাধ্যমে বিমা ব্যবসায়ের যাত্রা শুরু হয়।
নৌ-বিমার ক্ষেত্রে “এডওয়ার্ড লয়েডস” এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি লন্ডনে কফিখানা পরিচালনা করতেন। ‘
Association of Lloyd’s’ বা ‘The corporation of Lloyd’s’ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম বিমা কোম্পানী বা নৌ-বিমা কোম্পানী।