মোটর বীমা জোরদার করছে পাকিস্তান
1 min read

মোটর বীমা জোরদার করছে পাকিস্তান

মোটর থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স (এমটিপিএল) জোরদার করতে যাচ্ছে পাকিস্তান। এই লক্ষ্যে দেশটিতে নিবন্ধিত যানবাহনের ওপর একটি জরিপ পরিচালনা করেছে সরকার। সাম্প্রতিক ওই জরিপে মোটর বীমার বর্তমান অবস্থা উঠে এসেছে।

পাকিস্তানের বীমা ও অন্যান্য আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তান (এসইসিপি) বলছে, দেশে মোটর থার্ড পার্টি লায়বিলিটি ইন্স্যুরেন্স বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে এদিকে মনোযোগ দেয়া প্রয়োজন।

পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস)’র জরিপের তথ্য অনুসারে, বর্তমানে দেশটিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৩ কোটির বেশি। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ২ কোটি ৩০ লাখ এবং মোটরগাড়ির সংখ্যা ৭০ লাখ।

অপরদিকে দেশটিতে অনুমোদিত বীমা কোম্পানিগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, নিবন্ধিত এসব যানবাহনের জন্য ২০২১ সালে ৬ লাখ ২১ হাজার ১৮৩টি বীমা পলিসি ইস্যু করা হয় এবং ২০২২ সালে ইস্যু করা হয় ৬ লাখ ৫০ হাজার ২৮২টি।

এসব বীমা পলিসির মাধ্যমে ২০২১ সালে ৮ লাখ ৩০ হাজার ২০৩টি এবং ২০২২ সালে ৯ লাখ ১২ হাজার ৯৯৪টি নিবন্ধিত যানবাহনের বীমা করা হয়। এই হিসাবে ২০২১ সালে দেশটির ২.৭৭ শতাংশ যানবাহন এবং ২০২২ সালে ৩.০ শতাংশ যানবাহন বীমার আওতায় ছিল।

জরিপ পরিচালনা করা হয় মূলত কেন্দ্রিয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ, এসইসিপি এবং বীমা কোম্পানিগুলোসহ প্রধান অংশীজনদের মধ্যে এমটিপিএল বীমা বাস্তবায়নের বিষয়ে আলোচনা এবং সহযোগিতামূলক কর্ম পরিকল্পনার জন্য একটি সূচনা বিন্দু হিসেবে কাজ করার উদ্দেশ্যে।

পিবিএস’র এই জরিপে একটি বহুমুখী সংস্কার এজেন্ডার জন্য পলিসি বা নীতি সুপারিশও করা হয়েছে। ১৯৩৯ সালের মোটর যানবাহন আইনের সংশোধনী প্রক্রিয়ার পাশাপাশি বিদ্যমান আইনগুলোর কার্যকরী বাস্তবায়নের সূচনা বিন্দু হতে হবে।

জরিপের তথ্যে দেখা যায়, পাকিস্তানে মোটর থার্ড পার্টি লায়াবিলিটি বীমা বাস্তবায়নের জন্য একটি ব্যাপক কাঠামো প্রয়োজন। তবে বর্তমানে দেশটিতে এমটিপি বীমা কার্যকর প্রয়োগের অনুপস্থিতি রয়েছে।

পাকিস্তানের বীমা সমিতির মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং বীমা কোম্পানিগুলোর সাথে পরামর্শের মাধ্যমে এই জরিপ সম্পন্ন করেছে পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) । (সূত্র: এআইআর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *