1 min read

বর্ণাঢ্য আয়োজনে আস্থা লাইফের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

 সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সময়ের বিবর্তনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি তাদের প্রতিষ্ঠার ৪ বছরে পদার্পণ করেছে। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বীমা কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান।

এ আয়োজনের মধ্যে ছিল- প্রধান ও বিশেষ অতিথিবৃন্দের আগমন ও বক্তব্য প্রদান, ক্রেস্ট প্রদান, নতুন লোগো, স্লোগান, ইসলামিক উইন্ডো, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও প্রোডাক্টসমূহ উদ্বোধন, আস্থা লাইফ পরিবারের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ, কেক কাটা, গেম সেগমেন্ট ও জমকালো সাংষ্কৃতিক অনুষ্ঠান।

কোভিড-১৯ এর ভয়াবহ প্রাদুর্ভাব ও বিভিন্ন প্রতিকূলতার মাঝে আস্থা লাইফের ব্যবসায়িক যাত্রা শুরু হলেও প্রতিষ্ঠানটি সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক একটি স্মার্ট জীবন বীমা কোম্পানির উদীয়মান রোল মডেল হিসেবে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের বীমা শিল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে।

আস্থা লাইফের আধুনিক ও গুণগত মার্কেটিং, আকর্ষণীয় ও উদ্ভাবনমূলক বীমা পরিকল্প প্রণয়ন, ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং, গবেষণা ও উন্নয়ন, যাচাই প্রক্রিয়া অনুসরণ, টেকসই কর্মপন্থা প্রণয়ন, দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, স্টেকহোল্ডার এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বক্ষণিক প্রচেষ্টা ও সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি আগামীতে নিজেদের শ্রেষ্ঠত্বের উচ্চতা অর্জন ও বেঞ্চমার্ক স্থাপনে বদ্ধপরিকর।

উল্লেখ্য, আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি কমপ্লায়েন্সের ক্ষেত্রে শতভাগ নিয়ম ও নীতিমালাসমূহ পুংখানুপুংখভাবে পরিপালনে আপোষহীন। আস্থা লাইফের অতি অল্প সময়ে পজিটিভ লাইফ ফান্ড তৈরী, ৫ কর্মদিবসে বীমা দাবি নিষ্পত্তিসহ দাবি পরিশোধের হার ৯৯.৫%, রিনিউয়ালের হার ৮০% এর অধিক এবং মাত্র ১দিন বয়সের জীবন বীমা পলিসির উত্থাপিত দাবির বিপরীতে ৮ লাখ টাকা পরিশোধ করার দৃষ্টান্ত নজিরবিহীন।

এছাড়াও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার খরচ বীমা আইন অনুযায়ী অনুমোদিত ব্যয়সীমার মধ্যে সীমিত রাখার ক্ষেত্রেও আস্থা লাইফ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

বর্ষপূর্তির অনুষ্ঠানটি পরিচালনা করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক (অব.), এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি। প্রধান কার্যালয় ছাড়াও সারাদেশব্যাপী আস্থা লাইফের অন্যান্য আঞ্চলিক অফিসসমূহে একই সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *