1 min read
কক্সবাজার সম্মেলনে জেনিথ লাইফের ৮ লাখ টাকা দাবি পরিশোধ
মৃত্যুদাবি ও স্বাস্থ্য বীমার ৪ জন গ্রাহকের দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শনিবার (৭ অক্টোবর) কক্সবাজারের হোটেল সী-প্যালেসে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে এসব বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা কোম্পানিটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের ৩ জন বীমা গ্রাহকের মৃত্যুদাবি এবং গ্রুপ স্বাস্থ্য বীমার একজন গ্রাহকের দাবি বাবদ সর্বমোট ৭ লাখ ৮১ হাজার ১৩৮ টাকার চেক হস্তান্তর করা হয়। এরমধ্যে মৃত্যুদাবির পরিমাণ ৭ লাখ ৭৩ হাজার ৪৮০ টাকা। গ্রাহকদের পক্ষে সংশ্লিষ্ট সংগঠন প্রধানরা এসব চেক গ্রহণ করেন।