1 min read
আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সীতাকুণ্ড শাখা উদ্বোধন
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চট্ট্রগ্রামের সীতাকুণ্ড বাজার ডি টি রোড সংলগ্ন দেলু মিয়া শপিং কমপ্লেক্সের ৩য় তলায় নতুন শাখা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি -এই শ্লোগানকে সামনে রেখে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন শাখা অফিস উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, প্রেস ক্লাব সভাপতি, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীসহ আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।