আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন ন্যাশনাল লাইফের
1 min read

আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন ন্যাশনাল লাইফের

৩০ অক্টোবর ২০২৩ হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ২৩তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি , পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) দেশের পেশাজীবী হিসাব বিজ্ঞানীদের জাতীয় সংস্থা। ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন মূল্যায়নে বিশেষ করে বেস্ট এনুয়েল রিপোর্ট, ইন্টিগ্রেটেড রিপোর্ট ও করপোরেট গভর্ন্যান্স প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ ছাড়াও আইসিএবি প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এফসিএসহ আইসিএবি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম ও একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মর্যাদাশীল আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *