
স্পেশিয়ালিস্ট ইনস্যুরেন্স কোম্পানীর স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

স্পেশিয়ালিস্ট ইনস্যুরেন্স কোম্পানীর স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ। ব্যবসায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ ন্যাশনাল লাইফকে এ বিরল সম্মানে ভূষিত করে।
দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ”সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩” গ্রহণ করেন। ন্যাশনাল লাইফ ৩য়বারের মতো অ্যাওয়ার্ডটি অর্জন করলো।
এই অ্যাওয়ার্ড গ্রহণ করায় মাননীয় সিইও মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ অভিনন্দন।
ব্যবসায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ SAPS কর্তৃপক্ষ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন কোম্পানীকে অনুপ্রেরণা প্রদানে প্রতি বছর গৌরবময় এ অ্যাওয়ার্ডটি প্রদান করে।
