জীবন বীমা কেন গুরুত্বপূর্ণ
মৃত্যু অবধারিত বা নিশ্চিত। কিন্তু এর সময় অনিশ্চিত। জীবন বীমা (Life Insurance)’র মাধ্যমে মৃত্যুর ঝুঁকি আবরিত করা সম্ভব, মৃত্যুকে নয়। আমাদের আর্থিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষাপটে জীবন বীমার গুরুত্ব অপরিসীম ।
আমাদের দেশের অধিকাংশ মানুষ অর্থনৈতিকভাবে অসচ্ছল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাধারণত পরিবারের প্রধানকে সংসারের সকল দায়িত্ব গ্রহণ বা পালন করতে হয়।
যেকোন কারণে পরিবারের একমাত্র রোজগার সক্ষম ব্যক্তির মৃত্যু ঘটলে তার উপর নির্ভরশীল সকল সদস্যের পক্ষে বসা ছাড়া অন্য কোন পথ থাকে না।
এই অবস্থায় মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান-সন্ততি, বাবা-মা, ভাই বোন অন্যের দুয়ারে সাহায্যের জন্য হাত পাতা ছাড়া বা ধর্ণা দেয়া ছাড়া আর কোন পথ থাকবে না। যা সমাজের জন্য এক প্রকার বোঝা হয়ে দাঁড়াতে পারে।
কোন ব্যক্তি কামনা করে না যে, তার মৃত্যুর পর তার পরিবার অন্যের গলগ্রহ বা করুণার পাত্রে পরিণত হোক।
জীবন বীমা মৃত ব্যক্তির পরিবারকে অর্থনৈতিক সঙ্কট থেকে খানিকটা হলেও পরিত্রাণ বা মুক্তি দিতে পারে।
জীবন বীমার অন্য একটি ভালো দিক হচ্ছে এই যে, এটি বাধ্যতামূলকভাবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে।