
আজ রোববার থেকে অফিস করবেন স্বদেশ লাইফের সিইও জামাল উদ্দিন

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও মো. জামাল উদ্দিন। লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।
জামাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ভিপি(সংস্থাপন) এবং কোম্পানি সচিব (অতিরিক্ত) হিসেবে কর্মরত ছিলেন। সবশেষ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে তাঁকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। তিনি প্রতিষ্ঠানের সম্মানিত চেয়্যারমান, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকদের স্বার্থ রক্ষায় এখনো কাজ করছেন। গত ৮ জানুয়ারি থেকে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারনে ছুটিতে ছিলেন। আজ রোববার থেকে কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অফিস কার্যক্রম পরিচালনা করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী মো. জামাল উদ্দিন ভারপ্রাপ্ত সিইও হিসেবে প্রতিষ্ঠানের ব্যবসায়ী সকল কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর প্রাপ্য অধিকার, ছুটি নেয়ার সুযোগ কাজে লাগিয়ে কুচক্রি মহল গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
অসঙ্গতিপূর্ণ ও মিথ্যা সংবাদ পরিবেশন করে বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে বলেন, ধান্দাবাজ ও সুযোগ সন্ধানী প্রতারকরা অব্যাহত ষড়যন্ত্র করছে। এ বিষয়ে স্বদেশ লাইফ সংশ্লিষ্ট সবাইকে সর্তক থাকার আহবান জানান মো. জামাল উদ্দিন।