আইন মেনেই পরিচালিত হচ্ছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, একটি পত্রিকা আমাদের কোম্পানী থেকে অপরাধ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত হয়ে বরখাস্তকৃত কয়েকজন সাবেক কর্মকর্তার যোগসাজসে মিথ্যা ও বানোয়াট রির্পোট পরিবেশন করে যাচ্ছে।
তারা কোর্টের নির্দেশনার অপব্যাখ্যা করে তা অপপ্রচার করছে। আমাদের তরফ থেকে মাননীয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এর রায়ের ব্যাপারে কোথাও কিছু বলা হয় নি, কারণ সেটি বিচারিক বিষয় এবং দ্বৈত বেঞ্চ Stay Order ও Rule Nishi জারী করেছেন এটাই বাস্তব সত্য।
এটা তাদের সহ্য হচ্ছে না বলে বিচারিক রায়ের অপব্যাখ্যা করেছেন। যার ব্যাপারে ০৬ (ছয়) মাস পরে কোর্ট আবার সিদ্ধান্ত নিবেন।
কোম্পানী তার নিয়ম মাফিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কোম্পানীর প্রতি সকল মহলের আস্থা ও বিশ্বাস রয়েছে। যারা অপপ্রচার করছেন ও আইনের ব্যাখ্যা নিজেদের মতো তাদের সে পথ ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে ফিরে আসার অনুরোধ করছি।