
সিইওকে হুমকি: ৩ জনের বিরুদ্ধে স্বদেশ লাইফের জিডি

ভারপ্রাপ্ত সিইওকে হুমকির অভিযোগে সাবেক তিন বীমা কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। এছাড়াও তাদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কতৃপর্ক্ষ।
স্বদেশ লাইফ সূত্র জানিয়েছে, জীবনের নিরাপত্তা চেয়ে প্রতিষ্ঠানটির সিইও (চলতি দায়িত্ব) মো. জামাল উদ্দিন, গত ২০ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি জিডি করেন।
জিডিতে বলা হয়- স্বদেশের ৪৫ তম বোর্ড সভায় সাবেক সিইও (সি.সি) জাহাঙ্গীর আলম মোল্লাকে সরিয়ে দিয়ে মো. জামাল উদ্দিনকে দ্বায়িত্ব দেয়া হয়। বিষয়টি জাহাঙ্গীর আলম মোল্লা মানতে না পেরে, অফিসে এসে জামাল উদ্দিনকে দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। জাহাঙ্গীর মোল্লা তার সহযোগী কোম্পানির সাবেক সিনিয়র ডিএমডি আবদুল জব্বার কাওছার, এডিএমডি মহিউদ্দিন বাবলুকে নিয়ে অফিসে এসে জামাল উদ্দিনকে দ্বায়িত্ব ছেড়ে দিতে হুমকি দেন।
‘অব্যাহত হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন’ এমন দাবী করে জামাল উদ্দিন আরো বলেন, অপরাধী একটি চক্র প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়ে ষড়যন্ত্র করছে। প্রাতিষ্ঠানিক কাজে বাঁধা দিয়ে, তারা আমাকেও হুমকি দিচ্ছে। ভয়ে এবং শঙ্কায়- এ অবস্থায় যথাযথভাবে দ্বায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বিষয়গুলো নিয়ে স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ মামলা করবেন, এমনটাই ভাবছেন।
