আইডিআরএ’র কম্পিউটার অপারেট পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
রোববার (২৮ জানুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয় এর আগে ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কর্তৃপক্ষের কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষায় মোট ১৫৬ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান টেলিটকের মাধ্যমে তাদের স্ব স্ব মোবাইল নম্বরে জানিয়ে দেয়া হবে।
এ ছাড়াও পরীক্ষার তারিখ, সময় ও স্থান কর্তৃপক্ষের ওয়েবসাইট www.idra.org.bd এ প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ২০২৩ সালের ১৮ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে বলা হয়, কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদে ৭ জনকে নিয়োগ দেয়া হবে।