ডেল্টা লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে ৭৭ কোটি টাকা, ব্যয় কমেছে ২৩ কোটি
1 min read

ডেল্টা লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে ৭৭ কোটি টাকা, ব্যয় কমেছে ২৩ কোটি

দেশের বেসরকারি লাইফ বীমা খাতে শীর্ষ কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। গত কয়েক বছর ধরেই অবৈধভাবে প্রশাসক নিয়োগ ও তা প্রত্যাহার, নতুন পরিচালনা পর্ষদ গঠনসহ নানা ঘটনার মধ্য দিয়েই যাচ্ছে কোম্পানিটি। এর মধ্যেও সর্বশেষ হিসাব সমাপনী বছরেও কোম্পানিটি ধরে রেখেছে ব্যবসায়িক সফলতার ধারা।

সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২৩ সালে কোম্পানিটির আয় বেড়েছে। অপরদিকে খরচ কমেছে। বেড়েছে বিনিয়োগও। ফলে কোম্পানির আর্থিক ভিত শক্তিশালীর ধারা অব্যহত রেখেছে ডেল্টা লাইফ। এমনটাই চিত্র পাওয়া গেছে কোম্পানিটির ২০২৩ সালের হিসাব সমাপনী প্রতিবেদন পর্যালোচনা করে।

হিসাব সমাপনীর তথ্য অনুসারে, আয় বেড়েছে ও ব্যয় কমেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। ২০২৩ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম আয় বেড়েছে ৭৭ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে ১ম বর্ষ প্রিমিয়াম আয় বেড়েছে ১৬ কোটি ৩২ লাখ। নবায়ন প্রিমিয়াম আয় বেড়েছে ৬১ কোটি ৪১ লাখ টাকা।

সর্বশেষ ২০২৩ সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা ব্যয়ও কমেছে ২২ কোটি ৬৩ লাখ টাকা। প্রিমিয়াম আয় করতে কোম্পানিটির ব্যয়ের অনুমোদন ছিল ২৬৫ কোটি ৮৪ লাখ টাকা। সেখানে কোম্পানিটি ব্যয় করেছে ২৪৩ কোটি ২১ লাখ টাকা। যা অনুমোদিত সীমার চেয়েছে ৮.৫১ শতাংশ কম।

সর্বশেষ হিসাব সমাপনী বছরে ডেল্টা লাইফের বিনিয়োগও বেড়েছে। ২০২৩ সাল শেষে মোট বিনিয়োগের পরিমাণ ৩ হাজার ৮৩০ কোটি ৪৮ লাখ টাকা। যা আগের বছর ২০২২ সালে ছিল ৩ হাজার ৭৮৭ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৪২ কোটি ৭০ লাখ টাকা।

আইন অনুসারে মোট বিনিয়োগের ৩০ শতাংশ বাধ্যতামূলক বিনিয়োগ থাকতে হয় সরকারি সিকিউরিটিজ বন্ডে। সেখানে কোম্পানিটির সরকারি খাতে বিনিয়োগ রয়েছে ১ হাজার ৭৮১ কোটি ৭৮ লাখ টাকা। যা মোট বিনিয়োগের ৪৬.৫২ শতাংশ।

সর্বশেষ ২০২৩ সাল শেষে কোম্পানিটির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭০ কোটি ৪০ লাখ টাকা। যা আগের বছর ২০২২ সালে ছিল ৪ হাজার ৬ কোটি ৩০ লাখ টাকা। এই হিসেবে কোম্পানিটির লাইফ ফান্ড কমেছে ৩৫ কোটি ৯০ লাখ টাকা।

বীমা কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ ও ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১০০ কোটি টাকা ডিভিডেন্ট দেয়া হয়। এ কারণে কোম্পানির লাইফ ফান্ড কমে গেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *