কক্সবাজারে রূপালী লাইফের উন্নয়ন ও পুরস্কার বিতরণী সভা
1 min read

কক্সবাজারে রূপালী লাইফের উন্নয়ন ও পুরস্কার বিতরণী সভা

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) কক্সবাজারে জারা কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কোম্পানির মাননীয় চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।

এছাড়াও কোম্পানির সম্মানিত ভাইস-চেয়ারম্যান, সম্মানিত পরিচালকবৃন্দ, প্রশাসনিক ও উন্নয়ন বিভাগের ১২শ’র বেশি কর্মী ও কর্মকর্তাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি মাহফুজুর রহমান মিতা এমপি বলেন, বীমা দাবি পরিশোধ, গ্রাহকের সর্বোচ্চ সেবা প্রদানসহ সকল ক্ষেত্রে রূপালী লাইফ বাংলাদেশে অন্যন্য উদাহরণ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় আগামী দিনগুলোও রূপালী লাইফ এ সুনাম অব্যাহত রাখবে।

সভায় লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়াও মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *