কক্সবাজারে ডেল্টা লাইফের বার্ষিক সম্মেলন
1 min read

কক্সবাজারে ডেল্টা লাইফের বার্ষিক সম্মেলন

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৩ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের হোটেল সী প্যালেসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান এসিআইআই ও পরিচালনা পর্ষদের যেয়াদ রহমান, মোহাম্মদ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিএমডি উত্তম কুমার সাধু, এফসিএমএ, আহবায়ক, সম্মেলন ব্যবস্থাপনা কমিটি। সহস্রাধিক যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের উপস্থিতিতে মুক্ত আলোচনায় ২০২৪ সালের কোম্পানির নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জোর দেয়া হয়।

এছাড়াও বর্ষসেরা পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *