নিটল ইন্স্যুরেন্সের ১০.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
1 min read

নিটল ইন্স্যুরেন্সের ১০.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভার্চুয়াল মাধ্যমে ২০২৩ সালের বিনিয়োগকারীদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে নিটল ইন্স্যুরেন্স। কোম্পানির ১৭৪তম বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক। কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নিটল ইন্স্যুরেন্স।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক মিসেস নাঈমা হক, মাহমুদুল হক শামীম, মিসেস নাজমা আরা হোসেন, মো. মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশীদ এফসিএমএ ও মো. সোহরাব আলী খান এফসিএমএ।

এ ছাড়াও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স মো. লিয়াকত হোসেন এফসিএমএ।

বোর্ডসভার সিদ্ধান্তক্রমে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে, ২০২৪ (রোববার) তারিখ এবং ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৭ জুন, ২০২৪ (বৃহষ্পতিবার) তারিখ সকাল ১১ টায়, ডিজিটাল প্ল্যাটর্ফমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *