বন্যার্তদের সহায়তা দিতে বীমা কোম্পানিগুলোর প্রতি বিআইএ’র আহবান
শুক্রবার (২৩ আগস্ট) ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জেলাগুলোতে ‘বন্যা সহায়তা কর্মসূচি’ চালু করার জন্য দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে আহবান জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । সংগঠনটির প্রেসিডেন্টের চলতি দায়িত্ব পালনকারী প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমমেদ (পাভেল) স্বাক্ষরিত চিঠিতে এই আহবান জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশের ১২টি জেলা- ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৬ লাখ মানুষ মানবেতর জীবন যাপনের সম্মুখীন হয়েছে। সেই সাথে প্রাণহানিও ঘটছে। বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংগঠন বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে .
এতে আরো বলা হয়, মানুষের জীবন ও সম্পদকে ঘিরেই বীমা কোম্পানির সকল কর্মকান্ড আবর্তিত হয়ে থাকে। দেশের এই দুর্যোগময় মুহূর্তে বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। ক্ষতিগ্রস্থ এলাকায় বীমা কোম্পানির নিকটস্থ অফিসমূহের মাধামে ত্রাণ সহায়তাসহ উদ্ধার কাজ চালানো যেতে পারে।
এক্ষেত্রে কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত একটি ‘বন্যা সহায়তা কর্মসূচি’ গ্রহণ করে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারে।
এই প্রেক্ষিতে অনতিবিলম্বে বীমা কোম্পানিগুলোর সাধ্যানুযায়ী বন্যাদুর্গত এলাকাসমূহে বন্যা সহায়তা কর্মসূচি গ্রহণের জন্য আহবান করা হয়েছে। একইসঙ্গে এই কর্মসূচির মাধ্যমে গৃহীত পদক্ষেপসমূহ পরবর্তিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে বিআইএ’র চিঠিতে।