বন্যাদুর্গতদের সহায়তায় পপুলার লাইফ কর্মকর্তাদের এক দিনের বেতন প্রদান
1 min read

বন্যাদুর্গতদের সহায়তায় পপুলার লাইফ কর্মকর্তাদের এক দিনের বেতন প্রদান

দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ টাকা প্রদান করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বীমা কোম্পানিটির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ। বুধবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ডে ৩ লাখ টাকা প্রদান করেছে পপুলার লাইফ। এছাড়াও আর্তমানবতার সেবায় বন্যাদুর্গত ফেনী ও নোয়াখালী জেলায় ত্রাণ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *