বিদেশি বিনিয়োগ বাড়াতে বীমা আইন সংশোধন করছে ভারত
1 min read

বিদেশি বিনিয়োগ বাড়াতে বীমা আইন সংশোধন করছে ভারত

বিদেশী বিনিয়োগ বাড়াতে বীমা আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটির সংসদের চলমান অধিবেশনে এই আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার।

এই সংশোধনের মাধ্যমে বীমা কোম্পানিগুলোর জন্য ইউনিফাইড লাইসেন্সের সুবিধা প্রদান এবং বিদেশী সরাসরি বিনিয়োগের (এফডিআই) সীমা বর্তমান ৭৪ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হবে।

সরকারি দুটি সূত্রের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

বীমা কোম্পানিগুলোর জন্য একক লাইসেন্স এবং উচ্চতর এফডিআই সীমা দেশটিতে বিনিয়োগ বাড়াতে এবং বীমার পেনিট্রেশন উন্নত করতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

একটি ইউনিফাইড বা যৌগিক লাইসেন্স বীমা কোম্পানিগুলোকে একটি একক প্রতিষ্ঠান বা সত্তার অধীনে লাইফ, নন-লাইফ এবং স্বাস্থ্য বীমা সেবা প্রদানের অনুমোদন দেবে।

বর্তমানে, লাইফ বীমা কোম্পানিগুলো স্বাস্থ্য বীমার মতো পণ্য বিক্রি করতে পারে না, যখন নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে স্বাস্থ্য বীমা থেকে শুরু করে নৌ-বীমা পণ্য পর্যন্ত বিক্রি করার অনুমোদন দেয়া হয়।

ইউনিফাইড লাইসেন্সের প্রস্তাবটি গত বছর প্রথম প্রস্তাব করেছিল দেশটির বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই।

বিদেশী বীমা কোম্পানিগুলোর জন্য ভারতে সহজে প্রবেশের সুবিধা দিতে সরকারও বীমায় শতভাগ বিদেশী সরাসরি বিনিয়োগের অনুমোদন দিতে চাইছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে সরকারের অর্থ মন্ত্রণালয় মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের সাথে সাথে সাড়া দেয়নি।

অপরদিকে প্রস্তাবগুলোর সাথে যুক্ত করা হবে এমন কোনও শর্ত শেয়ার করতে অস্বীকার করেছে সূত্রগুলো। এ ছাড়াও তারা মিডিয়ার সাথে কথা বলার জন্য অনুমোদিত না হওয়ায় তাদের পরিচয় প্রকাশ না করতেও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *