মেটলাইফের করপোরেট গ্রাহকরা পাবেন ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা
1 min read

মেটলাইফের করপোরেট গ্রাহকরা পাবেন ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা

করপোরেট গ্রাহকদের জন্য ক্যাশলেশ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। সম্প্রতি নতুন এ সেবার মাধ্যমে মেটলাইফের করপোরেট বীমাসেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানের কর্মীরা জরুরি পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন এবং এজন্য তাদের তাৎক্ষণিক কোন অর্থ পরিশোধ করতে হবে না।

রাজধানীর ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে এ ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এ সেবা নিতে গ্রাহকদের শুধু হাসপাতালের দেওয়া নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।

নতুন এ সেবা নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বিশ্বমানের বীমা কাভারেজ ও উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো যেন তাদের কর্মীদের পাশে থাকতে পারে সেজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এ ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবার উন্মোচন করপোরেট ক্লায়েন্ট ও তাদের কর্মীদের জরুরি চিকিৎসা আরও সহজলভ্য এবং ঝামেলাহীন করার ক্ষেত্রে আমাদের গুরুত্তপূর্ণ একটি পদক্ষেপ।

বর্তমানে বাংলাদেশের ৯শ’টিরও বেশি প্রতিষ্ঠান মেটলাইফের বীমাসেবা গ্রহণ করে বিভিন্ন সুবিধা উপভোগ করছে। এসব সুবিধার মধ্যে রয়েছে কাস্টমাইজেবল বীমা প্ল্যান, ক্যাশলেস আউটপেশেন্ট সেবা, ডেডিকেটেড ড্যাশবোর্ড, বিষয়ক কর্মশালা ও ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *