1 min read

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষর করেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা।

বক্তারা বলেন, সাংবাদিকরা জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ঝুঁকিপূর্ণ পেশাগত জীবনে বীমার সুরক্ষা একটি সময়োপযোগী উদ্যোগ। সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

চুক্তি অনুযায়ী, ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউ’র দুই হাজার সদস্য গ্রুপ বীমার আওতায় আসবেন। স্বাভাবিক মৃত্যুতে তিন লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুতে তিন লাখ আশি হাজার টাকা, অঙ্গহানিতে এক লাখ টাকা এবং শল্যচিকিৎসায় সর্বোচ্চ সত্তর হাজার টাকা প্রদান করা হবে। এক বছরের মেয়াদে এ চুক্তি সাংবাদিকদের জন্য আর্থিক নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *