1 min read
Insurance News Today : নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪ তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফেডারেশনের পরিচালক, সভাপতি হিসেবে সভায় অংশগ্রহণ করেন। তারা কোম্পানির সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
ভাইস-চেয়ারম্যান হিসেবে জনাব জোবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক মিসেস নাঈমা হক, জনাব মাহমুদুল হক শামীম, জনাব মোঃ মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ আব্দুল আজিজ, এফসিএমএ এবং ডাঃ রঞ্জন কুমার মিত্র, এফসিএমএ, প্রধান নির্বাহী সভায় কর্মকর্তা (সিইও) জনাব এস.এম. মাহবুবুল করিম, সিএফও জনাব মোঃ আলতাফ হোসেন এবং হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স জনাব মোঃ লিয়াকত হোসেন সভায় উপস্থিত ছিলেন। কোম্পানির সচিব মো. সভায় সভায় ২০২৪ সালের জন্য ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এক বৃহত্তর সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।